Wellcome to National Portal
Main Comtent Skiped

Our achievements

আমাদের অর্জন সমুহ

**সাম্প্রতিক বছর সমূহের ( ৩বছর) প্রধান অর্জন সমূহ:

বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। মহিলা বিষয়ক অধিদপ্তর রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় নারী উন্নয়ন ও নারীর অধিকার প্রতিষ্ঠায়  কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় গত ৩ বছরে ভিজিডি কার্যক্রমের মাধ্যমে৩১৯৮ জন দরিদ্র মহিলাকে ১১৫১.২৮ মেঃ টন খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রায় ৯৭০জন  দরিদ্র নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। ৫০০ জন কর্মজীবী দরিদ্র নারীকে ল্যাকটেটিং ভাতা সহায়তা প্রদান করা হয়েছে । প্রায় ৫৭ জন নারীকে প্রায় ৭,৭৫০০০/- টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে । ৯৬০ জন নারীকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়েছে। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কর্মসূচির আওতায় প্রতিযোগিতার মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করে যে সমস্ত নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের মধ্য থেকে প্রতি উপজেলা হতে  ৫টি ক্যাটাগরীতে ১৫ জন নারীকে “জয়িতা” নির্বাচন ও পুরস্কৃত করার মাধ্যমে নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্ভুদ্ধ করা হয়েছে। ২জন উদ্যমী ও আগ্রহী নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সহায়তা প্রদান করা হয়েছে। আত্মনির্ভরশীল করার লক্ষে দরিদ্র নারীদের মধ্যে৪৩ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা হতে বাল্যবিয়ে নিরোধে বিভিন্ন শ্রেণি পেশার জনগণকে নিয়ে সচেতনতামূলক সভা - সমাবেশ, সেমিনার আয়োজন করা হয়েছে যার মাধ্যমে প্রায় ৮০% বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। জাতীয় নারী উন্নয়ন নীতি - ২০১১ বাস্তবায়ন কল্পে জাতীয় কর্মপরিকল্পনা-২০১৩ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।