ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক সংলগ্ন নিমতলা বাসষ্টেন্ডর পাশে কালীগঞ্জ উপজেলা পরিষদে অবস্থান। ঢাকা থেকে দুরত্ব ২৫০ কিলোমিটার, খুলনা থেকে ৯০ কিলোমিটার এবং জেলা সদর ঝিনাইদহ থেকে দুরত্ব ১৭ কিলোমিটার। ঢাকা থেকে কালীগঞ্জ আসাযাওয়ার জন্য রয়েছে বিলাসবহুল চেয়ারকোচ। জে, আর পরিবহন, এ আর পরিবহন, ঝিনাইদহ লাইন, সোনালী পরিবহন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া কালীগঞ্জ হতে চট্টগ্রামগামী রয়েছে সরাসরি বাস সার্ভিস। মামুন পরিবহন, শ্যামলী পরিবহন,ইউনিক পরিবহন উল্লেখযোগ্য। খুলনা যাওয়ার জন্য সরাসরি বাস সার্ভিস রুপসা পরিবহন ও গড়াই পরিবহন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া অত্র উপেজলার সাথে রয়েছে ট্রেন যোগাযোগ ব্যবস্থা। ট্রেনে ভ্রমন করেও এ উপজেলা হতে ঢাকা, খুলনা, রাজশাহী,যশোর,চুয়াডাঙ্গা,দর্শনা, কুষ্টিয়া,ঈশ্বরদি, সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহেজই যাতায়াত করা যায়। দেশের অন্যান্য বিভিন্ন জেলার সাথেও সরাসরি বাস যোগাযোগ। জেলা শহর ঝিনাইদহ হতে উপজেলার দুরত্ব মাত্র ১৭ কিলোমিটার। বাস,টেম্পো, সিএনজি ইত্যাদি বাহন যোগে সহজেই যাতায়াত করা যায়। উপজেলার যোগাযোগ ব্যবস্থা অন্যান্য উপজেলা হতে ভালো।